নানা আয়োজনে রবিবার রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আম্বিয়া সুলতানা, সহকারী জেলা শিক্ষা অফিসার একেএম তৌফিকুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আজগর আলী বিশ্বাস, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি গোলাম মওলা টোকন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক।
বৃত্তিপ্রাপ্ত ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা: বিদ্যালয়ের ৭ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়েছে। যার মধ্যে ৩ জন ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ গ্রেডে। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ওই সব মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি গোলাম মওলা টোকনসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, অভিভাবক ও শিক্ষকরা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari