আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাসিন্দা ইমান আলী শেখ। মঙ্গলবার বিকেলে পৌর মিলেনিয়াম মার্কেটের ২য় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ইমান আলী শেখের দুই ছেলে আকবর আলী শেখ ও লোকমান শেখ উপস্থিত ছিলেন। আকবর আলী শেখ বলেন, স্থানীয় প্রভাবশালী চক্র তাদের একটি জমি জাল দলিলের মাধ্যমে এসএ এবং বিএস ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে করিয়ে নেয়। যা রাজবাড়ী দায়রা জজ আদালতে মামলার মাধ্যমে সংশোধনের চেষ্টা চলছে। গত হ ৯ ফেব্রুয়ারি তারিখে রাজবাড়ীর আদালতে তাদের সকল কাগজ পত্র দাখিল করলে সেখানে জমি সম্পর্কে প্রতিপক্ষ যে তথ্য দিয়েছে তা ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ওই জমির মালিক তারাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানান ইমান আলী শেখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari