তছির খান নামে এক দালালকে ধরে পুলিশে দিয়েছে ভুক্তভোগী। শহরতলীর আলাদীপুর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের বাসিন্দা। পাসপোর্ট অফিসের সামনে ভেনাস ফার্মেসী নামে তার ওষুধের দোকান রয়েছে।
ভুক্তভোগী রাকিব হোসেন মৃধা পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাড়াল গ্রামের বাসিন্দা। তিনি জানান, ২০২২ সালের ১০ জুলাই তিনি পাসপোর্ট করার জন্য রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে তছির খানের ফার্মেসীর সামনে অবস্থান করছিলেন। ওই সময় তছির খান তার সাথে সখ্যতা গড়ে তুলে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট করে দেবে বলে জানায়। এজন্য সে ১৫ হাজার টাকা দাবি করে। তিনি ওইদিনই সাড়ে ১২ হাজার টাকা দেন। বাকী টাকা পাসপোর্ট পাওয়ার পর দেবেন বলে জানান। ১৮ জুলাই তারিখে পাসপোর্ট আনার জন্য গেলে সে আরও কিছুদিন সময় চায়। এরপরেও পাসপোর্ট দিতে না পারায় তিনি টাকা ফেরত চান। কিন্তু তছির খান টাকা না দিয়ে নানান টালবাহানা শুরু করে। গতকাল বৃহস্পতিবার সকালে তার কাছে পুনরায় টাকা ফেরত চাইতে গেলে একই রকম টালবাহানা করে। তিনি আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন তিনি স্থানীয় লোকদের সহায়তায় তাকে আটক করে পুলিশে দেন।
রাজবাড়ী সদর থানার ওসি সাহাদত হোসেন জানান, এব্যাপারে মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari