রাজবাড়ীর গোয়ালন্দে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য হাত পরিস্কার কর্ণার উদ্বোধন ও স্বাস্থ্য সচেতনতা এবং বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় মেয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মু্িক্তযোদ্ধা ফকীর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুরক্ষা উপকরণ হিসেবে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরন ও পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য হাত পরিস্কার কর্ণারের উদ্বোধন করা হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে কেকেএস ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেকেএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুর রহমান,গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, সেভ দ্য চিলড্রেন রাজবাড়ীর ম্যানেজার (শিক্ষা) সাইফুল ইসলাম খান, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়রা জহুর, কেকেএস এর সমন্বয়কারী রুমা খাতুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান মেয়েদের সচেতন হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি স্যানেটারি ন্যাপকিনসহ অন্যান্য উপকরণ ব্যাবহারের পরামর্শ দেন। তিনি আরও বলেন যারা এখানে উপস্থিত থেকে এব্যাপারে অবগত হয়েছে তারা জেনো অন্যান্য সবাইকে এ ব্যাপারে সচেতন হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari