এমআরএ এর নির্দেশনা অনুযায়ী ধরণী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস এবং ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাজবাড়ী শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের নিয়ে বিষয়ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি গ্রুপ থেকে তিন জন করে মোট নয় জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলিমুর রেজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার (অঃ দাঃ), রাজবাড়ী সদর, রাজবাড়ী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরণী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক-এ-রব্বানী তুহিন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari