রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুরে ঐতিহ্যবাহী বারুনী মেলা আজ বুধবার। বারুনী মেলা পরিচালনা কমিটির সভাপতি নরেশ চন্দ্র প্রামানিক এই তথ্য নিশ্চিত করেছেন। নরেশ চন্দ্র প্রামানিক জানান, বারুনী মেলা এবার ৭ শ ২০ তম বছরে পা রাখলো। মেলার আয়োজকরা জানায়, মদাপুরের ঐতিহাসিক শ্রীশ্রী রাজ রাজেশ্বর মন্দিরে বারুনী স্নান উপলক্ষে প্রতি বছর এ মেলা বসে। মেলায় ২ হাজারের অধিক ব্যবসায়ী বিভিন্ন নানা প্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যবসা করতে আসে। এলাকার মানুষ এখান থেকেই সংগ্রহ করে অতি প্রয়োজনীয় দ্রব্য। তবে দেশের বাইরে ভারত ও নেপালের ভক্তরাও মেলায় আসে। তারা আসে পূণ্য স্নান করে আত্মাকে পবিত্র করার জন্য। ঐতিহাসিক শ্রীশ্রী রাজ রাজেশ্বর মন্দিরের সেবাইত সুকুমার চক্রবর্তী জানায়, ইংরেজি ১৩০২ সালে তাদের আদি পুরুষ মদাপুরের গাছের গোড়ায় শ্রীশ্রী রাজ রাজেশ্বর দেবতার পূজা শুরু করে। বর্তমান সেবাইত তার ১৪ তম পুরুষ বলে জানালেন তিনি। তিনি জানান, লন্ডন, ভারত ও নেপালের ভক্তরা প্রতিবছর পূজায় এখানে আসেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari