রাজবাড়ী জেলা প্রশাসন মঙ্গলার পাংশায় অভিযান চালিয়ে দুই ইটভাটাকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক আবু কায়সার খানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার তত্ত্বাবধানে সদর উপজেলা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে ইট পোড়ানোর ক্ষেত্রে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার এবং আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে পাংশা উপজেলায় এএমবি ব্রিকস ও এএনবি ব্রিকস নামে দুটি প্রতিষ্ঠানকে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি মামলায় এক লক্ষ বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। রাজবাড়ীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari