সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি॥
বালিয়াকান্দি উপজেলায় শেখ কামাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন অধ্যক্ষ ড.মোঃ আনিচুর রহমান মৃধা। সকাল ১০ ঘটিকায় ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাসনের তাৎপর্য, স্বাধীনতা যুদ্ধে বক্তব্যের ভূমিকা ও বর্তমান প্রজন্মের করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠাণের সিনিয়র শিক্ষক রতন কুমার রায়, আব্দুল আউয়াল ও অনান্য শিক্ষক ও কর্মচারিবৃন্দ । অধ্যক্ষ ড. মোঃ আনিচুর রহমান মৃধা তার আলোচনায় ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বর্তমান প্রজন্মের ভূমিকা ও গুরুত্ব নিয়ে বলেন, তোমরাই সোনার বাংলা গড়ার কারিগর আর সেই কারিগর তৈরির কারখানা হচ্ছে শেখ কামাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। এই প্রতিষ্ঠান তোমাদের গড়ে দেবে দক্ষ দুটি হাত আর সুন্দর একটি মন, যে দুটি হাত আর সুন্দর মন দিয়ে তোমরা গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর সেই পথের সারথী আমদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সবার জন্য এবং স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরনকারি সকল শহীদের দোয়া ও তবারক বিতরণ করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari