নিজস্ব প্রতিবেদক ॥
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি ও এনজিও ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সহযোগিতায় সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আজমীর হোসেন প্রমুখ। সনাক সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, নারীরা এখন বিভিন্ন বিষয়ে এগিয়ে যাচ্ছে, নারীদের উন্নয়নে নারীদের মুখ্য ভূমিকা রাখতে হবে, বর্তমানে নারী শিক্ষার হার আগের তুলনায় বৃদ্ধি পেলেও উচ্চ শিক্ষার হার খুব সন্তোষজনক নয়। এখন নারীরা আগের চেয়ে অনেক বেশি অর্থনৈতিক কর্মকান্ডে জড়িত। দেশে উন্নয়ন করতে হলে নারী পুরুষের ন্যায্যতা এবং সমতা নিশ্চিত করতে হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari