রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম শফিকুল মোর্শেদ আরুজ (তালগাছ) ৪২৮ ভোট পেয়ে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু (মোটরসাইকেল) পেয়েছেন ১৩৮ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটো (আনারস) ২৮ ভোট পেয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত জেলার পাঁচটি উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে নির্বাচন কমিশন অনুমোদিত ব্যক্তি ও ভোটার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ভোটারদের কেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশী করতে দেখা গেছে। মোবাইল ফোন নিয়ে কাউকে ভেতরে যেতে দেওয়া হয়নি। পাংশা উপজেলা কেন্দ্রে গিয়ে দেখা যায়, র্যাব, পুলিশ, আনসার ও বিজিবির সমন্বয়ে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জেলার পাঁচটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোট দিতে আসা জনপ্রতিনিধিরা ইভিএম এ ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচনে সদস্য পদে বিজয়ীরা হলেন রাজবাড়ী সদরে আজম মন্ডল, গোয়ালন্দে ইউনুস আলী মোল্লা, পাংশায় গোবিন্দ কুন্ডু, বালিয়াকান্দিতে আব্দুল বারিক বিশ^াস এবং কালুখালীতে ইউসুফ হোসেন। রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসনে জয়লাভ করেছেন সাহানা বেগম। পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী নিয়ে সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন সফুরা বেগম।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari