রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে গোয়ালন্দ মোড় ফুটবল একাডেমীর আয়োজনে ১৬ দলের অংশগ্রহণে অনুর্ধ্ব-১৭ বালক দলের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪ টায় শহীদওহাবপুর ছকিরুন্নেছা সরকারি প্রাথমিক সংলগ্ন মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদওহাবপুর ইউপির ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান খান মনো।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ মোড়ের ক্রীড়াবীদ ও ব্যবসায়ী মিজানুর রহমান মিঠু, ক্রীড়ীবীদ ও উদীয়মান ফুটবলার ইব্রাহিম খান উজ্জ্বল, গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি ফারুক মোল্লা, সদস্য এরশাদ হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় বারবাকপুর ফুটবল একাডেমী ৩-২ গোলে গোয়ালন্দ ফুটবল একাডীকে পরাজিত করে। খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন মো. রাহাত।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari