নিজস্ব প্রতিবেদক ॥ করোনা প্রতিরোধি টিকার আওতায় এসেছে রাজবাড়ী জেলার ৭০ ভাগেরও বেশি মানুষ। গত ২৬ ফেব্রুয়ারি গণটিকা কর্মসূচীর একদিনেই জেলায় টিকা দেওয়া হয় প্রায় ৭৭ হাজার মানুষকে। রাজবাড়ী জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, চলমান কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণকল্পে মোট জনসংখ্যার ৭০% জনগোষ্ঠীকে ১ম ডোজের আওতায় আনতে গত ২৬ ফেব্রুয়ারি বিশেষ কার্যক্রমের আওতায় একদিনে জেলার ৭৭ হাজার ১৭৭ জনকে কোভিড-১৯ টিকার ১ম ডোজ প্রদান করা হয়। এ পর্যন্ত জেলার ১ম ডোজ প্রাপ্ত মানুষের সংখ্যা আট লক্ষ চুয়াত্তর হাজার তিন’শ একচল্লিশজন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari