কালুখালীর মহনপুর গ্রামের রিয়াজ মাহমুদের নিজ বাড়ির খামারে এখন সাতটি হরিণ। হরিণ দেখতে প্রতিদিনই মানুষ আসছে তার বাড়িতে।
রিয়াজ মাহমুদ জানান, আমি ২০১৮ সালে বরিশাল থেকে উপহার হিসাবে এক খামারীর কাছ থেকে দুটি চিতা হরিণ নিয়ে এসে লালন পালন শুরু করেন। মাত্র ৪ বছরের মধ্যে তার খামারে ৭ টি হরিণ রয়েছে। ৭ টি হরিনের পেছনে প্রতিমাসে ২০ হাজার টাকা খরচ হয়। প্রাকৃতিক খাবার খাওয়ার কারনে রোগ ব্যাধি কম হয়। নানা প্রতিকূলতা কাটিয়ে এখন আরো বড় স্বপ্ন দেখছেন তিনি। যদি সরকারিভাবে হরিণ পালনের শর্তগুলো সহজ করা হতো তাহলে খুবই ভালো হতো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari