সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
বিএনপি-জামাতের নৈরাজ্য ও উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত করার প্রতিবাদে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার দুপুরে প্রতিরোধ সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।
জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহরাব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, সাবেক যুবলীগ নেতা গোলাম ফায়েক কচি প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামাত একটি উগ্রবাদী দল। তারা দেশে ও উন্নয়ন চায়না। তারা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগেকে ধ্বংস করতে চেয়েছিল। দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। এখন শেখ হাসিনার আমলে দেশ ভালো চলছে। অথচ তাদের সহ্য হচ্ছে না। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari