রাজবাড়ী জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন চৌধুরী‘র দুই দফা জানাজা শেষে রোববার শহরের ভবানীপুর পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। প্রথম জানাযা তার নিজ এলাকা দাদশি ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় সকল পর্যায়ের সহস্রাধিক মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয় চত্বরে তাঁর মরোদেহ শহরের সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীগণ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, পৌর বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন মরহুমের কফিনে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ২টায় রাজবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় দফা জানাযা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা নামাজে জানাযার পূর্বে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের জন্য চৌকস পুলিশ বাহিনী গার্ড অব অনার দেন। নামাজে জানাযায় অংশগ্রহন করে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাবেক সাংসদ ও কেদ্রীয় বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী পৌর মেয়র মোঃ আলমগির শেখ তিতু, মুক্তিযোদ্ধা কমান্ডার বাকাউল আবুল হাসেম, জেলা বিএনপি আহবায়ক অ্যড. লিয়াকত আলী, সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক সাধারণ সাম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যড. আসাদজ্জামান লাল, জেলা ছাত্রদলের আহবায়ক ও মরহুমের দৌহিত্র আরিফুল ইসলাম রোমান।
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, রোকন ভাই আমার যুদ্ধকালীন সময়ের প্রথম শিক্ষা গুরু। আমি সেই থেকে তাঁকে আমার অভিভাবক হিসেবে মনে রেখেছি। রোকন ভাইয়ের অন্তিম সময়ে আমি চেষ্টা করেছি সবসময় পাশে থেকে সহযোগিতা দেয়ার জন্য। আজকে তাঁর এই শবযাত্রায় আমার পক্ষ থেকে স্রষ্টার নিকট প্রার্থনা তিনি যেন তাকে জান্নাতবাসী করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari