সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে একদিনে এক কোটি টিকা প্রদানের অংশ হিসেবে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ২৭কেন্দ্রে টিকা প্রদান করা হয়েছে। শনিবার সকালে এ কার্যক্রম শুরু হয়। ইসলামপুর ইউনিয়নে ১৪১১ জন, বহরপুর ইউনিয়নে ১৩৪৭ জন নবাবপুরে ইউনিয়নে ১৪০৯ জন , নারুয়া ইউনিয়নে৭৬৮ জন, বালিয়াকান্দি ইউনিয়নে ১১৩৭ জন, জঙ্গল ইউনিয়নে ৫৬৮ জন, জামালপুর ইউনিয়নে ১২৫০ জন,স্বাস্থ্যকমপ্লেক্স সহ ১৩৫২৩ জন ১ম ও ২য় ১৮২৭ জন বুষ্টার ৭২ সহ সর্বমোট ১৫৪২২জনকে টিকা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানায়, টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১৪ হাজার।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari