রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির বিতর্কিত নির্বাচন অবশেষে স্থগিত করা হয়েছে। ১০ আগষ্ট বুধবার বিকেলে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন কমিশনার ও শিক্ষক নেতা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শোকের মাস হওয়ায় এবং নির্বাচন নিয়ে বেশ কয়েকজন শিক্ষকের অভিযোগ থাকায় সংসদ সদস্য ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ নিয়ে পরবর্তীতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে এ নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৩২ জন শিক্ষক গত ৩১ জুলাই রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের নিকট এ নির্বাচন নিয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, সভাপতি, সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ জন শিক্ষককে সুকৌশলে ভোটার তালিকা হতে বাদ দেয়া হয়। সেই সাথে পাতানো নির্বাচনের প্রায় সকল আয়োজন সম্পন্ন করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মো. বাবর আলী ও সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান।
ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করা,বাদ পড়া সকল শিক্ষকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং পুনরায় তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।
গোয়ালন্দ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের মধ্যে কোন বিষয় নিয়ে এ ধরনের প্রকাশ্য মতবিরোধ কাম্য নয়। আমি চেষ্টা করব আগামীতে শিক্ষকদের মধ্যেকার বিরোধ দূর করে এক্য বজায় রাখতে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari