নিজস্ব প্রতিবেদক ॥ প্রেমিকের ডাকে সাড়া দিয়ে এক কলেজছাত্রী সব ছেড়ে চলে আসার পর পালিয়েছে প্রেমিক আব্দুর রহমান। বিয়ের দাবিতে তিন দিন ধরে অবস্থান করছে প্রেমিকের বাড়িতে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার কমবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া কালিবাড়ি গ্রামে। আব্দুর রহমান একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ওই কলেজছাত্রী একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। কলেজছাত্রী জানান, ছয় মাস আগে রহমানের সাথে তার পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে তারা দেখা সাক্ষাৎ করেছে। গত বুধবার রহমান তাকে বিয়ে করবে বলে তাদের বাড়ি আসতে বলে। রহমানের ডাকে সাড়া দিয়ে তার কথা বিশ্বাস করে গত বৃহস্পতিবার তিনি রহমানদের বাড়িতে আসেন। রহমান তাকে দেখে কৌশলে পালিয়ে যায়। তারপর থেকে আর ফেরেনি। কলেজছাত্রী বলেন, আমি সব ছেড়ে রহমানের কাছে চলে এসেছি। এখন আর ফিরে যাওয়ার উপায় নেই। তিনি অভিযোগ করেন, রহমানের বাড়ির লোকজন তার সাথে খারাপ আচরণ করেছে। তার গায়ে হাত তুলেছে। বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু রহমানকে বিয়ে না করে তিনি যাবেন না।
প্রেমিক রহমানের বাবা রফিকুল ইসলাম জানান, মেয়েটি বাড়ি এসে ওঠার পর তার ছেলে রহমান চলে যায়। আমার ছেলের সাথে মেয়েটির কোনো সম্পর্ক নেই। তার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি। গায়েও হাত তোলা হয়নি। কসবামজাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমান জানান, বিষয়টি তিনি মোবাইল ফোনে একজনের কাছ থেকে জানতে পেরেছেন। কেউ তার কাছে অভিযোগ করেনি। কসবামাজাইল পুলিশ ক্যাম্পের এএসআই মো. রিপন হোসেন জানান, বিষয়টি তিনি লোক মারফাত শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari