নিজস্ব প্রতিবেদক ॥ রাজবাড়ীতে শনিবার জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন চৌধুরী (৯০) মৃত্যুবরণ করেছেন। রোকন উদ্দিন উদ্দিন চৌধুরী শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিইন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি দীর্ঘদিন দাদশী ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
প্রয়াত রোকন উদ্দিন চৌধুরীর পারিবারিক সূত্র জানায়, রোববার বেলা ১১টায় দাদশী ইউনিয়ন প্রাঙ্গনে প্রথম জানাজা শেষে তার মরদেহ জেলা বিএনপি কার্যালয়ে নেওয়া হবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। দুপুর দুইটায় শহীদ খুশী রেলওয়ে ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা জানান, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন চৌধুরীর মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। তাকে রোববার দাফন করা হবে বলে শুনেছেন। তার পরিবারের সাথে যোগাযোগ করে সুবিধামত সময়ে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রোকন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari