নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ী জেলা শহরের সাংস্কৃতিক অঙ্গনের দীর্ঘ দিনের সুপরিচিত মুখ, মঞ্চ নাটকের অভিনেতা ও সমাজ কর্মী সাজ্জাদ সিদ্দিকী নয়ন (৫১) শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায় গত শনিবার ভোর ৩.৩০ মিনিটে নিজ বাসায় শারীরিক অসুস্থতা বোধ করলে পরিবারের সদস্যগণ রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে ভোর ৪.৩০ মিনিটে তার মৃতু ঘোষণা করেন। শনিবার বাদ আছর রাজবাড়ী শহরের কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বে রাজবাড়ী শহরের তাঁর সতীর্থ সাংস্কৃতিক সংগঠন মঙ্গল নাট, চারণ থিয়েটার, মৈত্রী থিয়েটার, লালন বাউল সংগীত একাডেমি, স্বদেশ নাট্যাঙ্গন, আমরা ‘ক’ জনা থিয়েটার, ১৪টি সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন, রাজবাড়ী থিয়েটারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে দিয়ে গুণী এই সাংস্কৃতিক কর্মীকে শেষ শ্রদ্ধা জানান। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সাবেক কমিশনার ও ওয়ার্কার্স পার্টি নেতা আরবান আলী। এছাড়াও স্থানীয় কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাত শতাাধিক মানুষ জানাযা নামাজে অংশগ্রহণ করেন। সাজ্জাদ সিদ্দিকী নয়ন স্ত্রী, একজন পুত্র (স্বপ্নিল) ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari