পদ্মায় জেলের জালে ধরা পড়লো ৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের এক বিশাল বাঘাইড় মাছ। বৃহস্পতিবার ৭ নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ভোর রাতে সিরাজগঞ্জের জেলে রওশন হলদারের জালে বিশাল বাঘাইড় মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া বাজারে মোহন মন্ডলের মৎস্য আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলাম ডাকের মাধামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান ১২ শত ৫০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৩৭৫ টাকায় মাছটি কিনে নেয়। সে সময় বিশাল আকৃতির বাঘাইড় মাছটি এক নজর দেখতে উৎসুক জনতারা ভির জমায়। মৎস্য ব্যবসায়ী শাজাহান বলেন, মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।
উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন,পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এধরনের বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে এধরনে মাছ খেতে খুবী সুস্বাদু ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari