রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। বৃহষ্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের বাস মালিক সমিতির সামনে মাহেন্দ্র উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই মাহেন্দ্রের যাত্রী। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নওয়াপাড়া গ্রামের নজরুল জোয়ার্দারের ছেলে আজিজুল জোয়ার্দার(৩০) ও একই উপজেলার ধলহরাচন্দ্র গ্রামের আতিয়ার রহমানের ছেলে মতিউর রহমন(৪৫)। আহত শামীমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ঢাকা থেকে ঈদ উপলক্ষে বাড়ীতে ফিরছিলো এরা। ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটে এসে মাহেন্দ্রে ওঠে। ভোর সাড়ে পাঁচটার দিকে মাহেন্দ্রটি রাজবাড়ি শহরের বাস মালিক সমিতির সামনে এসে রাস্তার মাঝখানে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র ব্রাদার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আসার আগেই দুইজন মারা যায়। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহত একজনের অবস্থা খারাপ ছিল তাকে ফরিদপুরে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, পুলিশ মাহেন্দ্র চালককে আটক করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari