ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক আয়োজিত মেরি ডি প্যারিস'র আর্থিক সহযোগিতায় মরণব্যাধি এইচআইভি এইডস, কোভিড-১৯ ও সামাজিক ব্যাধি বাল্যবিবাহ, ইভটিজিং বিষয়ে জনসচেতনতামূলক নাটক মঞ্চায়িত হয়েছে।
বুধবার বিকেল ৪ টায় আইজদ্দিন মাতুব্বরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নাটক মঞ্চায়িত হয়। গোয়ালন্দের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত নাট্য দলের পরিচালনা ও পরিবেশনায় 'আলোর পথে' নামক নাটক মঞ্চায়িত হয়। এতে অভিনয় করেন ইসলাম মোল্লা, মাইনদ্দিন মানু, আবুল কাশেম বিশ্বাস, আজিজুল হক, সাধন কুমার সাহা, প্রণব ঘোষ, জীবন চক্রবর্তী, এরশাদ হোসেন সবুজ, শ্যাম ভক্ত প্রমুখ। নাটকটি মঞ্চায়িত হওয়ার আগে গহীনে লালন শিল্প গোষ্টীর শিল্পী সুমন বাউল, কামরুল ইসলাম, মোহনা আক্তার স্নিগ্ধা গান পরিবেশন করেন।
অনুষ্ঠান সম্পর্কে ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক জুলফিকার আলী বলেন, সি এন্ড বি ঘাট যৌনপল্লীর বাসিন্দাসহ আশেপাশের মানুষকে মরণব্যাধি ও সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতনতা করাই আমাদের মূল লক্ষ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari