বাংলাদেশের ৬৪টি জেলার স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা Marks Active Chess Champs এর শুভ উদ্বোধন উপলক্ষে সারাদেশের মতো পুলিশ লাইন্স, রাজবাড়ী এর ড্রিল শেডে ভার্চুয়ালি জুম কনফারেন্সের মাধ্যমে সংয্ক্তু হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এম এম শাকিলুজ্জামান পুলিশ সুপার, রাজবাড়ী । উক্ত অনুষ্ঠানের মূল প্রান্তে ঢাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং এশিয়ান দাবা ফেডারেশন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সম্মানিত সভাপতি ড. বেনজির আহমেদ, বিপিএম (বার)। এ সময় রাজবাড়ী জেলা পুলিশ লাইন্স প্রান্তে আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অর্থ), শাহনেওয়াজ রাজু বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ডিআইও-১, জেলা বিশেষ শাখা, রাজবাড়ীসহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ, জেলার জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুলের দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী খুদে দাবাড়ুবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari