রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ২০২১-২২ সালে তার কার্য সম্পাদনের স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন। কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট সনদ তুলে দেন কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর। এসময় কলেজর উপাধ্যক্ষসহ সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরষ্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় আহসান হাবীব বলেন, আমার চাকরির নয় বছরে আমার একটাই ধ্যান ও জ্ঞান তা হলো আমার কলেজের শিক্ষার্থীরা। আমি নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করি। আর আমার ক্লাসে শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আমি আমার নিজের কাজে কখনো কলেজ থেকে ছুটি নেইনি।
আমি মনে করি ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের ক্লাসমূখী হওয়া দরকার। আমার উপর অর্পিত দায়িত্ব যথা সময়ে সঠিকভাবে পালনের চেষ্টা করি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari