রাজবাড়ী সদর থানার পুলিশ দুইশ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুইজন।
সোমবার সকালে শহরের বড়পুল এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় বিআরটিসির একটি বাস থেকে দুইশ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলো ঠাঁকুরগাও জেলার রুহিয়া থানার চাপাতি গ্রামের নুরুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম ও উত্তর বাটিনা গ্রামের মো. নুরুর ছেলে জীবন আলী। এরা পেশাদার মাদক ব্যবসায়ী।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, পঞ্চগড় থেকে পটুয়াখালীগামী বিআরটিসির পরিবহনে ফেনসিডিলের বড় চালান পাচার হচ্ছে এমন খবর পেয়ে বড়পুল মোড়ে চেকপোস্ট বসিয়ে বাসটি তল্লাশীকালে ওই দুই ব্যক্তির সিটের নীচে ফেনসিডিলগুলো পাওয়া যায়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari