রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে সামি মোল্লা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের পরে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের শাহিন মোল্লার ছেলে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।
শিশুর চাচা শিমুল মোল্লা জানান, সামির বাবা নারায়নগঞ্জের একটি শিপিং ইয়ার্ডে কাজ করে। দুই ভাইবোনের মধ্যে সামি বড়। বেলা সাড়ে ৩ টার দিকে তার মা তাকে বাড়িতে রেখে জরুরি কাজে পাশের বাড়িতে যায়। কিছুক্ষন পর বাড়িতে ফিরে এসে দেখে তার ছেলে ঘরে নেই। এদিক ওদিক খুঁজে না পেয়ে পুকুরের দিকে যান তিনি। এ সময় তিনি দেখেন পানিতে বুদবুদ হচ্ছে। পুকুরে ঝাঁপিয়ে পড়েন তিনি। এ সময় সামির নিস্তেজ দেহ তার মায়ের পায়ের সাথে ধাক্কা লাগে। তাৎক্ষনিক তাকে পানি থেকে তুলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত বলে ঘোষণা করেন। শিমুল মোল্লা আরো বলেন, আমাদের ধারনা পুকুরে থাকা হাঁস দেখে সামি পুকুরের দিকে যায় হাঁস ধরতে। তখনই সে পানিতে পড়ে যায়। সামির এ অকাল মৃত্যুতে আমাদের পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari