রাজবাড়ী সজ্জনকান্দা টিএন্ডটি পাড়া সার্বজনীন কালী মন্দির কমিটির উদ্যোগে ভোলা মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে নারীদের শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার দাবিতে রোববার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন মন্দির কমিটির সভাপতি সাংবাদিক লিটন চক্রবর্তী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, জেলা জাসদের সভাপতি মুনীরুল হক মুনীর, ভুক্তভোগী পরিবারের সদস্য অলোকেন্দু মজুমদার, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, সদর উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক সমীর কান্তি বিশ্বাস, কবি খোকন মাহমুদ, আব্দুর রউফ হিটু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।
বক্তারা বলেন, গত ২ জুন দুপুরে ইসকন রাজবাড়ীর সভাপতি জয়দেব কর্মকারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রাজবাড়ী শহরের সম্ভ্রান্ত মাস্টার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে তাদের উপর হামলা চালায়। এসময় তিন নারীকে পিটিয়ে জখম করা হয়। একই সাথে নারীদের লাঞ্ছিত করা হয়। এঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনো অভিযুক্ত কাউকে আটক করেনি। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানান বক্তারা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari