রাজবাড়ীর গোয়ালন্দে ১০ গ্রাম হেরোইনসহ মো. জাহিদ শেখ(৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকাল ৯ টার দিকে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্থিত পুরাভিটা এলাকার দেলোয়ার ষ্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকার মৃত মতলেব শেখের ছেলে।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর মাতুব্বর জানতে পারেন এক যুবক হেরোইন বিক্রির উদ্দেশ্যে উপজেলার উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকার দেলোয়ার ষ্টোরের সামনে অবস্থান করছেন। পরে সঙ্গীয় অফিসার্স ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখান থেকে ১০ গ্রাম হেরোইনসহ (যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা) মো. জাহিদ শেখকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ।
গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের মাধ্যমে শুক্রবার বিকেলে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari