রাজবাড়ী শহরের বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দির কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গনে শুক্রবার থেকে ৪০ প্রহর (৫দিন) ব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়েছে।
মন্দির কমিটি জানিয়েছে, এবারের নামযজ্ঞে দেশের ছয়টি খ্যাতনামা কীর্তনীয়া দল নাম সংকীর্তন পরিবেশন করছে। আগামী মঙ্গলবার কুঞ্জভঙ্গের মধ্য দিয়ে নাম সংকীর্তন শেষ হবে। বুধবার অনুষ্ঠিত হবে অষ্টকালীন লীলা কীর্তন। বৃহস্পতিবার ভোগরাগ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
ইতিমধ্যে দূর দুরান্ত থেকে ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গনে আসতে শুরু করেছে। ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari