রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৯৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ পৌর মিলনায়নে অনুষ্ঠিত সভায় প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি, ৯৯লাখ ৮৫ হাজার, ৩২৫টাকা। উন্নয়ন আয় (প্রকল্প সহ) ৫১ কোটি, ১৫ লাখ, ১০হাজার ৭টাকা। মোট মূলধন আয় ৩৯লাখ, ৮৯হাজার, ৬৩৯ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে গোয়ালন্দ পৌর নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বাজেট উপস্থাপন করেন। এসময় গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari