জেকা বাজার নামক ই কমার্স এমএলএম কোম্পানীর প্রতারণার শিকার ভুক্তভোগী ব্যবসায়ীরা টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে।
‘জেকা বাজার লিঃ এর প্রতারণায় ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী সাধারণ জনগণ’ এর ব্যানারে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন ভুক্তভোগী আবু আখের, মোকলেছুর রহমান, হাবিবুর রহমান, ফাইজুর রহমান, মোস্তাফিজুর রহমান আকন প্রমুখ।
বক্তারা বলেন, জেকা বাজারের প্রতারণার শিকার হয়ে তারা নিঃস্ব হয়ে গেছেন। অথচ প্রতারক চক্র বিপুল অর্থ বিত্তের মালিক হয়েছে। শহরের বিভিন্ন স্থানে জমি করেছে তাদের টাকায় জমি কিনেছে। যার দাম কমপক্ষে ৬০ লাখ টাকা। এছাড়া অনেক সম্পদ গড়েছে প্রতারকরা। ভুক্তভোগীরা যাতে তাদের টাকা ফেরত পায় এজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari