রাজবাড়ী পৌরসভায় ২০২২-২০২৪ অর্থ বছরের বাজেট ঘেষণা করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় পৌর মেয়র আলমগীর শেখ তিতুর সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন তিনি। এসময় ২০২২-২০২৩ অর্থবছরে ১ শত ৮ কোটি ২৪ লক্ষ,৪৭ হাজার তিশ টাকা বাজেট ঘোষণা করা হয়। এ বাজেট মোট রাজস্ব আয়, উন্নয়ন আয়,প্রকল্প হতে আয়, মোট মূলধন আয়, ট্যাক্সেস, রেইট, ফিস, অন্যান্য, উন্নয়ন খাত ব্যাতিত সরকারি অনুদান, আয়ের খাত এবং মোট বাজেটের আয় ব্যয় মূল্যায়নে এ বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে রাজবাড়ী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মেহাম্মদ আলী খান, পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari