রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কালুখালী সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন, কালুখালী থানা অফিসার ইনচার্জ নাজমুল হাচান, উপজেলা প্রোগ্রাম অফিসার (আইসিটি) মিলন হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা সহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari