ভারতের জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মা এবং নাভিন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে গোয়ালন্দে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব প্রাঙ্গণে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও মুসল্লিরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
মিছিলটি শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব হতে শুরু হয়ে গোয়ালন্দ বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় আনসার ক্লাবে এসে মিলিত হয়।
মিছিলে "বিশ্বনবীর অপমান সইবে না আর মুসলমান"- রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান, নূপুর শর্মার শাস্তি চাই, দিতে হবে দিতে হবে। এধরনের স্লোগান দেন মুসল্লিরা।
বক্তারা তাদের বক্তব্যে ভারতীয় পণ্য বর্জনে সকলকে অনুরোধ করেন।
উল্লেখ্য, সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আক্রমণাত্মক এবং অবমাননাকর মন্তব্য করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari