রাজবাড়ী ব্ল্যাড ডোনার্স ক্লাবের উদ্যোগে মোটরচালিত অটোভ্যানটি উপহার পেয়েছেন ইসলাম শেখ। ইসলাম শেখ রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের বাসিন্দা। বুধবার সন্ধ্যার দিকে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় থেকে রাজবাড়ী ব্ল্যাড ডোনার্স ক্লাবের সদস্যরা তার হাতে মোটরচালিত ভ্যানটি তুলে দেন।
ভ্যান বিতরণকালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক খোকন মাহমুদ, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ।
ইসলাম শেখ জানান, প্রায় এক বছর আগে তার ভ্যানটি চুরি হয়ে যায়। ওই ভ্যানই ছিল তার একমাত্র সম্বল। ভ্যান চালিয়ে তাদের পাঁচজনের সংসার ও ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাতেন। ব্ল্যাড ডোনার্স ক্লাবের সদস্যরা তাকে এই ভ্যানটি কিনে দেয়। তিনি এতে অত্যন্ত আনন্দিত। খুব ভালো লাগছে। এখন তিনি দিন রাত পরিশ্রম করে নিজের সংসার চালানো ও ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাতে পারবেন। তার খুব আশা ছেলে মেয়ে দুজনকে উচ্চ শিক্ষিত করার।
রাজবাড়ী ব্ল্যাড ডোনার্স ক্লাবের সমন্বয়কারী সোনিয়া আক্তার স্মৃতি জানান, হতদরিদ্র ইসলাম শেখের ভ্যান হারানোর বিষয়টি তিনি সম্প্রতি জানতে পারেন। তারা সাধারণত রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ান। একটি ভ্যান দিলে একটি সংসার বাঁচে। একজনের স্বপ্ন পূরণ হয়। এ চিন্তা থেকে ব্ল্যাড ডোনার্স ক্লাবের সদস্যরা নিজেরাই চাঁদা তুলে ইসলাম শেখাকে ভ্যানটি কিনে দিয়েছেন। ইসলাম শেখের মুখে হাসি দেখে তাদের খুব ভালো লাগছে। এভাবেই মানুষের পাশে থাকতে চান তারা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari