‘যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’ এবং ‘সুন্দর সুখী সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা সব সময় প্রস্তুত” স্লোগানকে সামনে রেখে পাংশায় প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জানান, নিঃস্বার্থভাবে রক্ত দানই তাদের সবচেয়ে বড় গর্ব ও শক্তি।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাওন হোসেন বাবু'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী এভারকেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন আজিম। তিনি বলেন, এক ব্যাগ রক্ত যেমন একজন মানুষের প্রাণ বাঁচাতে পারে, তেমনি একটি সংগঠনের উদ্যোগ সমাজকে জাগিয়ে তুলতে পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আব্দুল খালেক, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট গিয়াস উদ্দিন, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, উপদেষ্টা আহসান হাবিব, উপদেষ্টা সাংবাদিক রতন মাহমুদ, সাংবাদিক মাসুদ রেজা শিশির, রিয়ান মাহমুদ রুবেল, শহিদুল ইসলাম, শামীম আহমেদ ও খায়রুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা ও অতিথি এবং স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari