গতকাল বৃহস্পতিবার সকালে কালুখালী উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন, কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা শিক্ষা অফিসার সরকার রওশনারা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর চেয়ারম্যান মদন কুমার প্রমুখ বক্তব্য প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ জানান,কালুখালী উপজেলায় ১২ টি মাজার রয়েছে। উগ্রবাদী হয়ে কেউ যেন এগুলো ভাঙতে না যায় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান। এছাড়া বাল্য বিবাহ রোধ ও ভুঁইফোর এনজিও-র কার্যক্রমের প্রতি দৃষ্টি রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari