রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম বলেছেন,পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বিএনপি অপপ্রচার ছড়াচ্ছে। তারা বলার চেষ্টা করছে, অনেক আগেই খালেদা জিয়া সেতুর দুপাশ উদ্বোধন করেছে। জনগণ এসব উদ্ভট কথা বিশ^াস করে না। তাই জনগণ তাদের প্রত্যাখান করেছে। তিনি বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগদান উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন।
জিল্লুল হাকিম এমপি বলেন, বিএনপি সেতুর উদ্বোধন অনুষ্ঠান নিয়ে নানা চক্রান্ত করছে। সন্ত্রাসী হামলার চেষ্টা করছে। তিনি এ ব্যাপারে সজাগ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগদানকারীরা ইতিহাসের স্বাক্ষী হয়ে বেঁচে থাকবে। তবে যারা যোগদান করতে পারবে না তাদের জন্য ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে সেতুর উদ্বোধন সরাসরি দেখানো হবে।
কালুখালী উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন আতিউর রহমান নবাব। সভায় কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটু, যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন, রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মৃগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari