রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে নানা আয়োজনে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। শনিবার রাজবাড়ী জেলা শহরের অবস্থিত ঐতিহ্যবাহী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের মিলনায়তনে প্রতিষ্ঠানটির উদ্যোগে রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বাবু দেবাশীষ গোস্বামী, আকতার হোসেন খান, আব্দুম হাকিম, আব্দুল মজিদ, তাহমিনা সুলতানা। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।
আলোচনায় ঈদ-ই-মিলাদুন্নবী'র গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার হিসেবে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
শেষে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল মজিদ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari