রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মেহেদি দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে ভাঙচুরের সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব। গ্রেফতাররা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের আফজাল সরদারের ছেলে শাফিন সরদার (১৯), বালিয়াডাঙ্গী গ্রামের লাল মৃধার ছেলে হিরু মৃধা (৪০), দক্ষিণ উজানচর গ্রামের আক্কাস মৃধার ছেলে মাসুদ মৃধা, দেওয়ান পাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২) ও কাজীপাড়া এলাকার আরিফ কাজীর ছেলে অপু কাজী (২৫), গোয়ালন্দের দিরাজ মৃধাপাড়া এলাকার মৃত মকলেছুর রহমান মৃধার ছেলে হায়াত মৃধা (২৯) ও মাল্লা পট্টি নতুন পাড়া এলাকার শওকত সরদারের ছেলে জীবন সরদার (২২)।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, ‘পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলা করা হলে গত শনিবার রাতে অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ বিজ্ঞ আদালত সোপর্দ করা হবে।’
এর আগে, শুক্রবার রাতে পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari