গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন ক্যাডারে কর্মরত বাংলাদেশে বিভিন্ন জেলার ১০ জন কর্মকর্তা বৃহস্পতিবার সকাল ১০টায় কেকেএস এর প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন। কর্মকর্তাগণ তাদের পেশাগত দক্ষতা অর্জনের জন্য রাজবাড়ী জেলা প্রশাসনের কাছে আসেন। জেলা প্রশাসন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকান্ডের পাশাপাশি এনজিও কর্মকান্ডের উপর দক্ষতা অর্জনের জন্য কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) সম্পর্কে জানতে কর্মকর্তাদের কেকেএস এ পাঠান। কেকেএস এর অডিট এন্ড মনিটরিং অফিসার মো. মোজাফ্ফর হোসেন কর্মকর্তাগণকে কেকেএস এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত করেন। পরিদর্শকগণ সংস্থার কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে ভুয়সী প্রশংসা করেন এবং সেই সাথে তারা সংস্থার কর্মকান্ড বাস্তবে দেখার গভীর আগ্রহ ব্যক্ত করেন। সবশেষে তারা প্রতিষ্ঠানের সহকারি নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari