রাজবাড়ী বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালিয়াকান্দি কলেজ প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলি খান প্রমুখ।
বক্তারা বলেন, অন্তবর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে বলে ইতিমধ্যে ঘোষনা দিয়েছে। আ.লীগের দোসরা এখনো বিদেশে বসে স্বরযন্ত্র করছে নির্বাচন বানচালে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari