বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিত্বে রাজবাড়ীর পাংশা সাব রেজিস্ট্রি অফিসে ফরিদপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বুধবার দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রায় ৬ ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করেন দুদক।
অভিযানের নেতৃত্বে দেন দুদকের ফরিদপুর জেলা সম্ননিত কার্যালয়ের সহকারী পরিচালন মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযান শেষে সাংবাদিকদের তিনি জানান, পাংশা সাব রেজিস্ট্রি অফিসে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিত্বে অভিযান পরিচালনা কালে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার প্রমান পাওয়া গিয়েছে। এখানে ১২ শতাংশ টাকা নেওয়া হয়। যা সরকারি ফি’র অতিরিক্ত এবং একজন নকল নবিস পে-অর্ডারের টাকা আত্বস্বাধ করেছে এমন তথ্য পাওয়া গিয়েছে। একই সাথে একজন ভুক্তভোগীর অভিযোগের শতভাগ সত্যতা পাওয়া গিয়েছে দলিল লেখক আব্দুর রহমান কালুর বিরুদ্ধে।
এছাড়াও বেশ কিছু বিষয়ে দলিল লেখক সমিতিকে পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে সাব-রেজ্রিষ্টারের কোন অনিয়ম পাওয়া যানি বলেও তিনি উল্লেখ্য করেন।
সরকারি ফি’র অতিরিক্ত টাকা নেওয়া প্রসঙ্গে সাব রেজ্রিষ্টার মোমেন মিয়া বলেন, ওটা দলিল লেখকদের কাজ। পে-অর্ডারের মাধ্যমে টাকা নেওয়া হয়। এর বাইরে কোন কিছুই আমার জানান নেই।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari