গোয়ালন্দ পাক-দরবার শরীফের পীর মরহুম নুরুল হক ওরফে নুরাল পাগলের কবর ১২ ফুট উঁচুতে দেয়া, কফিনসহ কবর দেয়া এবং কবরের আকৃতি ইসলাম বিরোধী হওয়া, নিজেকে ইমাম মেহেদী দাবি করে প্রচার করার বিষয়ে প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিবাদ ও মতবিনিময় সভা এবং ৫ দফা দাবি জানিয়ে রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. জালাল উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস মোল্লা, আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কাওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল হুদা, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) কেএম মুহিত হিরা, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মো. আয়উব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গোয়ালন্দ পাক-দরবার শরীফের নামে নুরুল হক ওরফে নুরাল পাগল বিভিন্ন সময় নিজেকে ইমাম মেহেদী দাবি করে এবং ইসলামের নামে শিরকী কর্মকান্ড করে আসছিল। তার ধর্ম বিরোধী কর্মকান্ডের জন্য তিনি দেশে পরিচিত লাভ করেন। এরকম বিতর্কীত কর্মকান্ডের জন্য তাকে পালিয়ে থাকতে হয়েছে। মৃত্যুর পর তার ভক্তরা ও পরিবারের সদস্যরা নতুন করে ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছেন। তবে ইতিমধ্যে কবরের রং পরিবর্তন এবং ইমাম মেহেদী লেখা মুছে ফেলেছেন। তাদের পরিবারের পক্ষ হতে প্রশাসনের কাছ থেকে কবর উঁচু থেকে নিচে নামানোর জন্য এক সপ্তাহ সময় নিয়েছেন। এই সময়ের মধ্যে কবরের ব্যাপারে সিদ্ধান্ত না নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari