সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহ্বায়ক আতিয়ার শিকদার আতিক, রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি, সহ-সভাপতি সুজন আলী, মো. হাবিব মুন্সী, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, রাকিব আলি, যুগ্ম সাধারণ সম্পাদক সিজানুর রহমান শুভ, একরাম হোসেন সেলিম ও সাজেদুর রহমান প্রমুখ।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari