রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিওেয় ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তারা হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার নতুন পাড়া মর্ডান হ্যাচারির পিছনের গ্রামের মৃত চাঁদাই শেখের ছেলে ইলিয়াছ শেখ (৩০), অপর আসামি গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের ইমাম বাড়ি এলাকার সিদ্দিক চৌধুরীর ছেলে ইমরান চৌধুরী (২৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে গোয়ালন্দ থানার পৌর ৪ নং ওয়ার্ড বিজয় বাবুর পাড়া ফাহিম ভ্যারাইটিজ ষ্টোরের সামনে হতে তাদের দুজনকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari