রাজবাড়ীতে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৪ জুলাই দুপুরে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে এ ঘটনাটি ঘটে। মৃত্যুর পর স্বজনেরা হাসপাতালে বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
মৃত ব্যক্তির নাম মো. শাজাহান মৃধা (৬২)। তিনি রাজবাড়ী সদর উপজেলার পৌর অঞ্চলের ভবানীপুর এলাকার কেসমত আলী মৃধার ছেলে। তিনি পেশায় রাজবাড়ী জেলা জজ কোর্টের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।
মৃতের পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টজনিত সমস্যায় সকালে অসুস্থ হয়ে পড়লে শাজাহান মৃধাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন দেওয়ার পর কিছুটা উন্নতি হলেও এক চিকিৎসক এসে অক্সিজেন খুলে ফেলেন। এরপরই রোগীর মৃত্যু ঘটে বলে জানান মৃতের স্বজনেরা।
শাজাহান মৃধার শ্যালক অ্যাডভোকেট নজরুল ইসলাম লাবলু বলেন, সকালে হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেন পেয়ে তিনি সুস্থ অনুভব করছিলেন। কিন্তু এক চিকিৎসক এসে অক্সিজেন খুলে দেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। এটা স্পষ্ট চিকিৎসাগত গাফিলতি।
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, মৃত্যুর কারণ সম্ভবত হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্ট। তবে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari