রাজবাড়ী সদর থানার পুলিশ দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, শুক্রবার দুই বছরের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শামীম মল্লিককে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী শহরের লক্ষীকোল এলাকার ইয়াছিন মল্লিকের ছেলে।
অপরদিকে গত বুধবার মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী মিলন শেখ (৩৬)কে তার নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী শহরের নিউকলোনী এলাকার নজরুল শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari