রাজবাড়ীতে বিদ্যুৎ বিল গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়া মিটার রিডারম্যান রেজাউল করিম মোক্তার কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চর নারায়ণপুর গ্রামের সেলিম রেজা ওরফে সেলিম মাস্টারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোক্তারকে জিজ্ঞাসাবাদ চলছে।
জানা গেছে, রেজাউল সদর উপজেলার আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর ধরে ওজোপাডিকোর বিদ্যুতের মিটার রিডারম্যান হিসেবে হিসেবে কাজ করে আসছেন। সে রাজবাড়ী জেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগপ্রাপ্ত কর্মচারী মিটার রিডারম্যান হিসেবে পরিচয় দিয়ে আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিল আদায় এবং নতুন সংযোগের নামে অর্থ আদায় করতেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দুই বছরে ২টি ইউনিয়নের শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেন। পরে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই সব গ্রাহকদের বকেয়া বিল পরিশোধ করার জন্য নোটিশ দেয়। তখনই ফাঁস হয় মোক্তারের প্রতারণা। গত ২ জুলাই সকাল ১১টার দিকে ভুক্তভোগী গ্রাহকরা রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। পরে রাজবাড়ী ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মিটার রিডারম্যান মোক্তার বিশ্বাসের নামে রাজবাড়ী থানায় মামলা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari